গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত ইবি

নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): আগামীকাল শনিবার (৩০ জুলাই) হতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। চারটি ভবনে মোট চার হাজার তিনশত সাতচল্লিশ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে জানা যায়। শুক্রবার (২৯ জুলাই) প্রক্টর সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনে এক হাজার একশত ছাপ্পান্ন জন, পরমানু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে এক হাজার একুশ জন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনে এক হাজার একশত চুয়াল্লিশ জন এবং অনুষদ ভবনে এক হাজার ছাব্বিশ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে বলে জানা গেছে।

এছাড়াও ভর্তি পরীক্ষা উপলক্ষে লাল, সাদা, নীল, হলুদ ইত্যাদি রংয়ের সংমিশ্রণে আল্পনায় সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে ক্যাম্পাসের। আল্পনার রঙে ক্যাম্পাসের এমন সৌন্দর্য ফুটিয়ে তুলেছে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা। এছাড়াও এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন গাছে রঙ দিয়ে আকর্ষনীয় করা, ঝোপঝাড় কেটে ফেলা সহ পরিষ্কার করা হয়েছে ক্যাম্পাসের সকল জায়গা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.জাহাঙ্গীর হোসেন বলেন, ভর্তি পরীক্ষার শতভাগ প্রস্তুতি গ্রহণ করেছি। অভিভাবক কর্নার, নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আশপাশে সকল বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার সময় সার্বক্ষণিক মেডিকেল টিম প্রস্তুত থাকবে।

এদিকে গুচ্ছ নির্দেশনায় শিক্ষার্থীদের প্রতি বলা হয়েছে, পরীক্ষা শুরুর ন্যূনতম এক ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষা শুরুর পর কাউকে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে দেয়া হবে না।অনলাইনে প্রদত্ত প্রবেশপত্র রঙিন প্রিন্ট করতে হবে। প্রবেশপত্রে প্রার্থীর রঙিন ছবি এবং তথ্য স্পষ্টভাবে মুদ্রিত থাকতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্রে উল্লেখিত নির্দিষ্ট কক্ষের নির্ধারিত আসনে পরীক্ষা দিতে হবে। প্রবেশপত্র, উপস্থিতি তালিকা, উত্তরপত্রে অভিন্ন সই থাকতে হবে। উত্তরপত্রে কালো কালির বল পয়েন্ট কলম ব্যবহার করতে হবে। পেনসিলের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

নির্দেশনায় আরও বলা হয়, ভর্তি পরীক্ষার সময় প্রার্থীকে প্রবেশপত্র এবং উচ্চমাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই সঙ্গে আনতে হবে। পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক উত্তরপত্র ও প্রবেশপত্রে সই করবেন। প্রবেশপত্রটি পরবর্তী সময় ব্যবহারের জন্য সংরক্ষণ করতে হবে। ক্যালকুলেটরসহ অন্য যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, আগামীকাল ৩০ জুলাই হতে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভূক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ জুলাই এ-(বিজ্ঞান) ইউনিট, ১৩ আগস্ট বি-(মানবিক) ইউনিট এবং ২০ আগস্ট সি-(বাণিজ্য) ইউনিটের পরীক্ষা প্রতিদিন দুপুর ১২টা হতে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...