গৃহবধূকে হত্যাচেষ্টা, দেবর শশুর শ্বাশুড়ির বিরুদ্ধে মামলা

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের বেলটিয়া জঙ্গলপাড়াতে মাদক ব্যবসায়ী দেবর ও শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে বাড়িঘরে হামলা, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেছে এক গৃহবধূ।

এ ঘটনায় জামালপুর সদর থানায় ৩২৩/৩২৪/৩০৭/৩৫৪/৩৭৯/৪২৭/৫০৬ ধারায় ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন ওই এলাকার মো. মাইনুল আলম সুহাসের স্ত্রী শান্তা ইসলাম।

মামলার আসামিরা হলেন, জামালপুর পৌরসভার জঙ্গলপাড়া এলাকার শফিকুল আলম ফিরোজের স্ত্রী ফাতেমা খাতুন (৬৫), তার ছেলে রাফিউল আলম সপু (৩৩), মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে শফিকুল আলম ফিরোজ (৭০) ও লালচান (৩০) পিতা অজ্ঞাত।

মামলা সূত্রে জানা গেছে, ২০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে বিবাদী রাফিউল আলম সপু মাদক সেবনের পর ভাবী শান্তা ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। নিষেধ করলে তার বসতঘরে হামলা চালিয়ে দরজা-জানালা ভাংচুর করে সপু। এতে মা ফাতেমা খাতুন ও বাবা ফিরোজ উসকানি দেন। একপর্যায়ে শান্তাকে হত্যার উদ্দেশ্যে মারধর ও শ্বাসরোধে হত্যার চেষ্টা চালান তারা। শান্তার ডাকচিৎকারে স্বামী মো. মাইনুল আলম সুহাস এগিয়ে আসলে সপু তাকেও বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এছাড়া সপু রান্নাঘরে প্রবেশ করে বটি দা দিয়ে শান্তার মেয়ের পায়ে কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। এছাড়া ওদের মাদকসেবনের সঙ্গী লালচান শান্তার গলায় থাকা এক ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। সেই সঙ্গে শান্তাসহ তার পরিবারের সকলকে মেরে লাশ গুম করে সহায়-সম্পত্তি ভোগদখল করার হুমকি দেয় বিবাদীরা।

এ ঘটনায় মামলার বাদী শান্তা ইসলাম তদন্ত সাপেক্ষে নিজেদের নিরাপত্তা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

বাদীর স্বামী মামলার ১নং সাক্ষী শফিকুল আলম ফিরোজের ছেলে মো. মাইনুল আলম সুহাস এ প্রতিবেদককে বলেন, আমি টাঙ্গাইল ও সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলায় পুলিশের আইটি সেকশনে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এলাকায় মাদকের ছড়াছড়ি। মাদকের বিরুদ্ধে আমি সব সময়ই প্রতিবাদ করে থাকি। আর এখন এই মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করাতে আমার সংসারে নেমে এসেছে অত্যাচারসহ প্রাণনাশের হুমকি।

তিনি আরও বলেন, আমি মাদকের বিরুদ্ধে কথা বলি অথচ আমার বাবা মা ও ভাই মাদক ব্যবসার সাথে জড়িত, এটা আমার জন্য খুবই লজ্জাস্কর বিষয়। এলাকার মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের শত্রু হওয়ার সাথে সাথে আমি আমার নিজের ঘরেরও শত্রু হয়ে গেছি। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

 

আরও পড়ুন...