নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ জুলাই) বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি শাওন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল কে.এম সালেহ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ.টি এম মিজানুর রহমান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড.রাকিবা ইয়াসমিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. শাহাবুল আলম। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন নূর আলম ও তামান্না ইয়াসমিন বৃষ্টি।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. রুহুল কে.এম সালেহ বলেন, মানুষ প্রকৃতিকে সহনীয় করে রাখার চেষ্টা করে, উদ্যোগী হয়। বৈশ্বিক উষ্ণায়ন মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলেছে। এর ফলে মানুষের মধ্যে উত্তেজনা বেড়ে যাচ্ছে, সহনশীলতা কমে যাচ্ছে। ফলে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় এমন একটি জায়গা যেখানে তোমার জন্য অনেক পথ খোলা রয়েছে। এখন তোমাকে সঠিক পথটি বেছে নিতে হবে। সবার আগে নিজের কল্যাণের চেষ্টা করতে হবে।