নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় মসজিদ দেশের তৃতীয় বৃহত্তম এবং শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক সবচেয়ে বৃহদাকার মসজিদ। তবে দীর্ঘদিন ধরে মসজিদটির ফ্যান সংকট ও সাউন্ড সিস্টেমে রয়েছে শব্দ বিভ্রাট। এতে ভোগান্তিতে পড়েছেন আগত মুসল্লিরা। অপরদিকে মসজিদের নিরাপত্তা ব্যবস্থায়ও রয়েছে কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ। যার ফলে বেশ কিছুদিন আগে চারটা ফ্যানও চুরি হয় মসজিদ থেকে।
শুক্রবার (২৯ জুলাই) জুম্মার নামাজের পর সরেজমিনে দেখা যায়, গুচ্ছ ভর্তি পরীক্ষায় নাটোর থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীর অভিভাবক অভিযোগ করে বলেন, ঐতিহ্যবাহী এই বিশাল মসজিদের ভিতরে পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা নেই। যেগুলো রয়েছে তার ভিতর আবার অনেকাংশে নষ্ট। যার ফলে আমার মতো অধিকাংশ মুসল্লী নামাজে এসে তীব্র গরমে হাঁপিয়ে উঠছেন। এছাড়াও সাউন্ড সিস্টেমে ত্রুটি রয়েছে। এ কারণে নামাজের মধ্যে ইমাম সাহেবের কুরআন তেলাওয়াত স্পষ্টভাবে বোঝা যায় না।
তিনি ক্ষুব্ধ হয়ে আরও বলেন, বাসায় গিয়ে টাকা তুলে একটি স্পিকার কিনে পাঠানোর ব্যবস্থা করবো। এত বড় মসজিদে সাউন্ড সিস্টেমের এই দুর্দশা আশা করা যায় না।
আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তুহিন বাবু বলেন, বিশেষ করে জুমআর নামাজে পর্যাপ্ত ফ্যানের অভাবে নামাজ আদায়ে খুবই কষ্ট হয়। সাউন্ড সিস্টেমটাও যুতসই না। সুরা-কিরাত তেমন শোনা যায় না। হুজুরের বক্তব্য কিছুই বোঝা যায় না।
তবে কেন্দ্রীয় মসজিদের ইমামের দাবি, সংশ্লিষ্ট দপ্তরকে লিখিত আকারে অবগত করার পরেও তেমন কোনো সমাধান পাননি।
এসব বিষয়ে কেন্দ্রীয় মসজিদের ইমাম ড. আ স ম শোয়াইব আহমেদ জানান, ‘ মসজিদে প্রায় সহস্রাধিক মুসল্লী একসাথে নামাজ আদায় করেন। তবে ফ্যানের সমস্যার সাথে সাথে সাউন্ড সিস্টেম সমস্যাও দীর্ঘদিনের। মুসল্লিরা যদি ইমামের তেলাওয়াত বা আলোচনা শুনতে না পায় তাহলে উভয়ের কষ্ট অনেকটা বৃথা যাওয়ার মতো। তিনি আরও বলেন, যে পরিমাণ ফ্যানের ব্যবস্থা রয়েছে। তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এতো বড় মসজিদ রক্ষণাবেক্ষণের জন্য যে সংখ্যক কর্মচারী প্রয়োজন সেটা না থাকায় একটু ত্রুটি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন তারেক বলেন, গত দুইদিন আগে মসজিদের ইমাম সাহেবও আমাকে বিষয়টি জানিয়েছেন। আগামীকাল সম্ভবত সাউন্ড সিস্টেমের সবকিছু রেডি করে প্রশাসনের কাছে হস্তান্তর করবো। আর ফ্যানের বিষয়েও শুনেছি। এই সপ্তাহের মধ্যে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করবো।