নোয়াখালীতে অগ্রযাত্রা খেলাঘর অসরের উদ্যেগে ফ্রি চিকিৎসা ক্যাম্প

ইয়াকুব নবী ইমন,পিবিএ,নোয়াখালী: মহান ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে অগ্রযাত্রা খেলাঘর আসরের উদ্যেগে ফ্রি চিকিৎসার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চৌমুহনীর গনিপুর এন জামান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অগ্রযাত্রা খেলাঘর আসর চৌমুহনী শাখার সভাপতি ওবায়দুল হক জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিষ রায়ের সঞ্চালনায় ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনের জেলা কমিটির সভাপতি মাখন লাল দাস। বিশেষ অতিথি ছিলেন বেগমগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মানিক রতন সরকার, মুক্তিযোদ্ধা সংসদ বেগমগঞ্জ উপজেলা শাখার ডেপুটি কমান্ডার আবদুল মালেক, খেলাঘর জেলা কমিটির সাধারণ সম্পাদক দিপক আইচ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান বেগমগঞ্জ কমান্ডের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া। বক্তব্য রাখেন খেলাঘর জেলা কমিটির সহ-সভাপতি আশিষ সাহা, অগ্রযাত্রা খেলাঘর আসরের সহসভাপতি শাহাদাত হোসেন ফরাজী, শ্রী কৃষ্ণ দাস, অর্থ সম্পাদক প্রতি দেবনাথ, বিজ্ঞান সম্পাদক মোঃ ইয়াছিন, ক্যাম্প উপকমিটির আহবায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব ডা: ফজলে রায়হান, সদস্য আবদুল মালেক, রাশেদ, রুস্তম প্রমূখ।

ফ্রি চিকিৎসা ক্যাম্পে চর্ম ও যৌন বিষয়ক চিকিৎসা দেন ডা: কামাল উদ্দিন, মেডিসিনে ডা: আশিষ কুমার, গাইনি ডা: উম্মে সালমা ছিদ্দিকী, চক্ষু ডা: সৌরভ রায়, হোমিওপ্যাথিক ডা: মোঃ বেলায়েত হোসেন, ডা: নরেশ চন্দ্র মজুমদার, শিশু ডা: আমিনুল ইসলাম, বাত-ব্যাথা ও ফিজিওথ্যারাপি ডা: ফজলে রায়হানের কাছ থেকে এলাকার ৫ শতাধিক সাধারণ মানুষ ফ্রি চিকিৎসা গ্রহন করেন।

অগ্রযাত্রা খেলাঘর আসনের এমন গণমুখি উদ্যেগকে স্বাগত জানিয়েছে এলাকার সচেতন মহল।

পিবিএ/ইএনই/এমএসএম

আরও পড়ুন...