নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক শিরিনা খাতুন। রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানা যায়। শনিবার (৬ আগস্ট) নতুন সভাপতি হিসেবে তিনি যোগদান করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট) সহকারী অধ্যাপক জনাব মো: ফিরোজ আল মামুন-এর সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) এর ধারা অনুযায়ী আগামী তিন বছরের জন্য তাকে সভাপতি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
নতুন সভাপতি সহকারী অধ্যাপক শিরিনা খাতুন বলেন, ক্যাম্পাসে ইতিমধ্যে সেশনজটমুক্ত বিভাগ হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ পরিচিত পেয়েছে। আমি এর ধারাবাহিকতা রক্ষা করতে চাই। সকলের সহযোগিতা একান্ত কাম্য।
এদিকে, দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করায় সহকারী অধ্যাপক জনাব মো: ফিরোজ আল মামুনকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।