শাহিনুর ইসলাম প্রান্ত,লালমনিরহাট: বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একটা বুদ্ধি প্রতিবন্ধী। ঠিক মত হাটতেও পারে না। নিজে নিজে বক্তব্য দেয় নিজে নিজে শুনে। শ্রীলঙ্কার মন্ত্রীরা জাঙ্গিয়া পড়ে পালিয়েছে। বাংলাদেশের মন্ত্রীরা জাঙ্গিয়াও পাবে না। ২০১৪ ও ২০১৮ সালের ভোট এবার সুদে আসলে তুলে নেয়া হবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার সুযোগ নেই । শেখ হাসিনা কখনো তেলের দাম কমাতে পাবে না। চোরে না শুনে ধর্মের কাহিনী। চোরকে সোজা করতে দরকার বাঁশের লাঠি। আমাদের বাঁশের লাঠি প্রস্তুত করতে হবে।
তিনি শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট জেলা বিএনপি’র কার্যালয়ের সমানে বিক্ষোভ মিছিল শুরুর আগে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন। তেল, গ্যাস, সারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
আসাদুল হাবিব দুলু পুলিশকে উদ্দেশ্য করে বলেন, কিছু পুলিশ সদস্য মামলার আসামী করতে আমাদের ছবি তুলেন। আমরাও ছবি তুলে রাখছি। ক্ষমতায় গেলে যারা আমাদের উপর নির্যাতন করেন তাদের বঙ্গোপসাগরে ভাসিয়ে দেয়া হবে।
তিনি আরও বলেন, পুলিশের প্রধান জাতিসংঘ যেতে পারছে না। ওদের লজ্জ্বা হওয়া উচিত ছিলো। ওদের কচু গাছে আত্মহত্যা করা উচিত। সরকারকে বঙ্গোপসাগরে চুবানো হবে বলে মন্তব্য করেন ওই বিএনপি’র নেতা।
প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে আসাদুল হাবিব দুলু বলেন, শেখ হাসিনা বলেছিলেন লোডশেডিংকে নাকি যাদুঘরে পাঠিয়েছেন। এখন তো লোডশেডিং ঘরে ঘরে। এখন শেখ হাসিনাকে যাদুঘরে পাঠায় দিতে হবে।
সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সম্পাদক হাফিজার রহমান বাবলা ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক। পরে বিক্ষোভ মিছিলটি শহরে প্রবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়।