ফলন্ত কলা গাছের কান্ডের মজ্জা, যা কলার থোড় হিসাবে পরিচিত। কলা থোড়ে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। এটি বিভিন্ন রকম ভাবে রান্না করে খাওয়া যায়। কলার থোড় শহরে খুব একটা দেখা না মিল্লেও গ্রামাঞ্চলের বেশির ভাগ স্থানেই দেখা মেলে। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী থেকে তোলা। শনিবার, ১৩ আগস্ট। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত