ইয়াকুব নবী ইমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে ঝরে পড়া তাল উঠাতে গিয়ে খালের পানিতে ডুবে মোঃ হাসান(৪০) নামে এক ব্যক্তির মর্মন্তিক মৃত্যৃ হয়েছে। শনিবার সকালে উপজেলার পূর্ব হাজীপুর কালামিয়ার পোল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান পূর্ব হাজীপুর গ্রামের আবদুর সোবহানের পুত্র হয়।
হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আজিম মির্জা জানান, ৭নং ওয়ার্ডের পূর্ব হাজীপুর গ্রামের উপর দিয়ে যাওয়া গবাদিয়া খাল পাড়ে তাল গাছ থেকে ঝরে পড়া একটি তাল পড়তে দেখে মোঃ হাসান কোমরে গামছা পরিয়ে তাল উঠাতে গিয়ে খালে পড়ে যায়। এ সময় খালে থাকা কচুরিপানার কারনে পানি থেকে আর উঠতে পারেনি। অনেক খোঁজা খুজির পর চৌমুহনী ও মাইজদী ফায়ার সার্ভিসের সদস্যরা এসে খালে জাল ফেলে এবং ডুবুরিরা যেখানে পড়েছে সেখান থেকে অনেক দুরে জালে আটকা পড়ে যায়। খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
পরে স্থানীয় চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লাশ দাফন করা হয়।