পেহেলগাম (Pahalgam) কাশ্মিরের রাজধানী শ্রীনগর হতে প্রায় নব্বই কিলোমিটার দূরে এক প্রত্যন্ত পাহাড়ি জনপদ। স্থায়ীভাবে বসবাসকারী মানুষের সংখ্যা খুবই কম। আমার দুই রাজকন্যার ছবির পেছনের ছবিটি তিনতলা বিশিষ্ট একটি হোটেল। নাম হোটেল হ্যাভেন। কাশ্মির যদি ভূস্বর্গ হয়ে থাকে, তাহলে এই হোটেল বেষ্টিত এলাকাটি অথবা এলাকা বেষ্টিত হোটেলটি স্বর্গের একটি সুন্দর অংশ। আলহামদুলিল্লাহ।
শীতল পাহাড়, প্রশান্তিময় পাথুরে ঝর্ণা, হিমহিম প্রবাহিত বায়ু, অচেনা নানান প্রজাতির পাখি, ঘোড়াওয়ালা, মেঘমাখা আকাশ সব মিলিয়ে একাকার পর্যটকের চোখমন।
এই খরচে হোটেলের পাশে স্নিগ্ধ একটি লোহার পোল। সৌন্দর্যের মাত্রা এতেও বৃদ্ধি পেয়েছে। লোহার পোলে দাঁড়ালে বয়ে চলা প্রবাহিত ঝর্ণার মনোহারি দৃশ্যে যে কেউ বিমোহিত হবে। কলকল আছড়ে পড়া জলকেলি ছোটবড় পাথরগুলোকে মুগ্ধতা দান করে নিয়মিত। পাথরগুলোও জলেস্থলে নিজস্ব আনন্দ বিলাতে কার্পন্য করেনা।
সুবিশাল দু’টি পাহাড়। দু’পাহাড়ের মাঝে প্রবাহিত ঝর্ণার পাশে যদি কেউ কিছুক্ষণের জন্য বসে, তার সকল ক্লান্তি নিমিষেই হারিয়ে যাবে কোনো এক অচিনপুরে। এ ঝর্ণার জল পানযোগ্য। ঝর্ণার শীতল সুমিষ্ট জল একবার পান করলে তৃষ্ণা মেটাবে দীর্ঘসময়।
সন্ধ্যায় পাহাড়ময় ঝর্ণার সৌন্দর্য ও মুগ্ধতা বেশ বেড়ে যায়। প্রকৃতি কেনো এতো সুন্দর! অবাক হবেন যে কেউ!
যিনি এমন সৌন্দর্য বানিয়েছেন, তাঁর কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। তিনি সীমাহীন মহান। এমন সৌন্দর্য উপভোগ করার সুযোগ তিনি যে কাউকে দিতে পারেন।
মহান রব্বুল আলআমীনের কাছে শুকরিয়া।
পেহেলগাম, কাশ্মির।