পেশাগত দায়িত্বপালনকালে বাংলাভিশন সাংবাদিকের উপর হামলা

পেশাগত দায়িত্বপালনের সময় অতঙ্ককিত দুই যুবক বাংলাভিশনের রিপোর্টার সাদ্দাম হোসাইনের উপর হামলা চালিয়েছে। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তরা আজমপুর ফুটওভার ব্রিজের উপরে এই ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিক সাদ্দাম হোসাইন জানান, বিকালে ওই এলাকায় বিআরটি প্রকল্পের কাজ নিয়ে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার সময় দুই যুবক এসে পেশাগত কাজে বাধা দেয়। এসময় তাদের পরিচয় জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে বাংলাভিশনের সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্চিত করে। পরে স্থানীয় লোকজন তাদের প্রতিহত করে। এসময় পুলিশকে ফোন দেওয়া দেখে ওই দুই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মুঠোফোনে ঘটনাটি উত্তরা পশ্চিম থানাকে অবহিত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোহসিন জানান, হামলাকারী দুই যুবকের পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন...