রাজধানীর ২ হিমাগারে মিললো মেয়াদোত্তীর্ণ ৫শ’ মণ মাংস

পিবিএ,ঢাকা: তেজগাঁওয়ে দুটি হিমাগার মালিককে মেয়াদোত্তীর্ণ মাংস, খেজুরসহ শিশুখাদ্য রাখার দায়ে ৩২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সেইসঙ্গে একটি হিমাগার সিলগালা ও এর মালিককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। র‌্যাব জানায়, অভিযান চালিয়ে এ দুই হিমাগার থেকে মেয়াদোত্তীর্ণ ৫শ’ মণ মাংস, ১২শ’’ মণ পঁচা খেজুরসহ শিশুখাদ্য জব্দ করা হয়েছে।

সোমবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস নামে একটি হিমাগারে অভিযান চালিয়ে রমজানে বিক্রির জন্য মজুত করা কয়েকশ মণ পঁচা খেজুর জব্দ করা হয়। এছাড়াও পাওয়া গেছে মেয়াদোত্তীর্ণ জুস, কিসমিস।

পাওয়া গেছে মানুষের চিকিৎসায় ব্যবহৃত অবৈধ ভ্যাকসিন। র‌্যাব জানায়, মেয়াদোত্তীর্ণ মাংস রাজধানীর আগোরা, স্বপ্নসহ নামিদামি সুপারশপ, হোটেল ও হাসপাতালে সরবরাহ করা হয়।

পিবিএ/জেআই

আরও পড়ুন...