গুচ্ছ পদ্ধতির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা নিতে প্রস্তুত কুবি

মোঃ রায়হান,কুবি (কুমিল্লা): দেশের ২২টি সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত বানিজ্যিক শাখা ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে ‘সি’ ইউনিটে মোট ৬টি (কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৪ টি ও বাহিরে ২ টি) কেন্দ্রে ৪০৫৭ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। কেন্দ্রগুলো হলো- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ, প্রকৌশল অনুষদ ও কুবি ক্যাম্পাসের বাহিরে ক্যান্টনমেন্ট কলেজ, সরকারি টিচার্স ট্রেনিং কলেজ।

সি’ ইউনিটের পরীক্ষা কমিটির আহ্বায়ক মার্কেটিং ‘বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘ভর্তি পরীক্ষার জন্য আমাদের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এবং সকল কেন্দ্রে বৈদ্যুতিক ব্যবস্থা সচল থাকার ব্যাবস্থা করেছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন...