ট্রেন দেরিতে ছাড়ায় পরীক্ষা দেওয়া হলো না প্রীতির

কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩৫ মিনিট দেরি করে কেদ্রে প্রবেশ করায় পরীক্ষা দিতে দেওয়া হয়নি এক পরীক্ষার্থীকে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম প্রীতি। তার বাড়ি চট্রগ্রাম সদরে।

শনিবার (২০ আগস্ট) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপকেন্দ্র সরকারি টিচার্স ট্রেনিং কলেজে এ ঘটনা ঘটে।

প্রীতি ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি পাহাড়িকা এক্সপ্রেসের টিকিট কাটি। ট্রেন ছাড়ার সময় ছিল ৭ টা ২০ মিনিটে কিন্তু ট্রেনটি ছাড়ে ৮ টা ৫০ মিনিটে। ট্রেন দেরিতে ছাড়ার কারণে জীবন যুদ্ধে পিছিয়ে গেলাম।

প্রীতির বাবা হানিফ খান বলেন,এত কষ্ট করে আসলাম তবুও মেয়েটা পরীক্ষা দিতে পারলো না। প্রথমত ট্রেন দেরি করে ছেড়েছে আবার বেশ কয়েক জায়গায় থেমেছে।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কেন্দ্রের কেন্দ্র সমন্বয়ক প্রফেসর ড.মুহাম্মদ আহসান উল্যাহ বলেন, সে ১২ টা ৩১ মিনিটে গেইটে প্রবেশ করে। কেন্দ্রের বিতর আসতে আসতে আরো ৫ মিনিট লাগে।সে কক্ষে প্রবেশ করলে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি।বিষয়টি আমি জানার পর সাথে সাথে কক্ষে আসি। এসে দেখি সে বের হয়ে চলে আসছে। আমার কিছুই করার ছিল না।

আরও পড়ুন...