রাজন্য রুহানি,জামালপুর: জামালপুরে ইভটিজিং, বাল্যবিয়ে, নারী নির্যাতন, সাইবার ক্রাইম ও মাদক প্রতিরোধে স্কুলভিত্তিক সচেতনতামূলক সভা করেছে পুলিশ প্রশাসন।
শনিবার (২০ আগস্ট) সকালে সিংহজানী বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশক্রমে জামালপুরের প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন। এর আগে বেলটিয়া উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন সুমন।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নাঈমুর রহমান।
সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ ইমন জানান, স্কুলপড়ুয়া ছাত্রীরা ইভটিজিংয়ের শিকার হলে যাতে পুলিশের সাহায্য নিতে পারে সভায় সে বিষয়ে দৃষ্টিপাত করা হয়। সরকার নির্ধারিত বয়সের আগে কোনো মেয়ে যেন বিয়েতে সম্মতি না দেয়, সেজন্য বাল্যবিয়ের ক্ষতিকর প্রভাবসমূহ আলোচনা করেন বক্তারা। সেই সঙ্গে নারী নির্যাতন ও মাদক প্রতিরোধে শিক্ষার্থীদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
তিনি আরও জানান, জামালপুর জেলা পুলিশ কর্তৃক গৃহীত বিভিন্ন কার্যক্রম ও দিক নির্দেশনা বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করা হয়। এছাড়া থানায় গঠিত মহিলা, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেস্কের কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয় উপস্থিত শিক্ষার্থীদের। জরুরি প্রয়োজনে দিন রাত যে কোনো সময় ৯৯৯ বা থানা ডিউটি অফিসারের মোবাইল নম্বর ০১৩২০১০৫১৮৪ অথবা অফিসার ইনচার্জের (ওসি) মোবাইল ০১৩২০১০৫১৭৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়।