আন্তঃবিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ প্রতিযোগিতায় ইবির সাফল্য

নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ছায়া জাতিসংঘ কর্তৃক আয়োজিত গত ১৮ ও ১৯ আগস্ট দুইদিনব্যাপী কনফারেন্সে অভূতপূর্ব সাফল্য লাভ করে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছায়া জাতিসংঘ। সর্বমোট ২৮ জন প্রতিযোগির মধ্যে ইবির ১৫ জন এওয়ার্ড অর্জন করেন যা বিশ্ববিদ্যালয়ের সাফল্য বয়ে এনেছে। উক্ত কনফারেন্সে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইবি ছায়া জাতিসংঘের সভাপতি রাসেল মুরাদ।

জানা যায়, উক্ত কনফারেন্সে অংশগ্রহণ করে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)। এছাড়াও ছায়া জাতিসংঘ কনফারেন্সে মোট চারটি কমিটি ছিলো। যথা- ইউনাইটেড ন্যাশনস সিকিউরিটি কাউন্সিল, ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিল, আরব লীগ এবং ইনটারন্যাশনাল প্রেস।

এদিকে ইউনাইটেড ন্যাশনস সিকিউরিটি কাউন্সিলের অধীনে বেস্ট ডেলিগেশন এওয়ার্ডস অর্জন করেন মোট চারজন। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের আনিছুর রহমান সাইমন, আউটস্ট্যান্ডিং ডেলিগেশন এওয়ার্ড পেয়েছেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আনারুল ইসলাম, স্পেশাল মেনশন ১ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের জুবায়ের আহমেদ ভুইঞা এবং স্পেশাল মেনশন ২ পেয়েছেন অর্থনীতি বিভাগের নাহিদ হাসান।

ইউনাইটেড ন্যাশনস হিউম্যান রাইটস কাউন্সিলের অধীনে এওয়ার্ড অর্জন করেন মোট সাতজন। আউটস্ট্যান্ডিং ডেলিগেশন এওয়ার্ড অর্জন করেন সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের কাজী সুরাইয়া ইভা, স্পেশাল মেনশন ১ অর্জন করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের লামিয়া হোসাইন এবং স্পেশাল মেনশন ২ অর্জন করেন ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি বিভাগের আরশি আখি। ভারবাল মেনশন ১ অর্জন করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের আবু জুহাইফা আবির, ভারবাল মেনশন ২ অর্জন করেন ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি বিভাগের ফেরদৌস আহমেদ প্রান্ত, ভারবাল মেনশন ৩ অর্জন করেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের আশফাকুর রহমান শাফিন এবং ভারবাল মেনশন ৪ অর্জন করেন ইংরেজি বিভাগের নাজমুস সাকিব জিতু।

আরব লীগের অধীনে এওয়ার্ড অর্জন করেন মোট চারজন। বেস্ট ডেলিগেশন এওয়ার্ড অর্জন করে ব্যবস্থাপনা বিভাগের আব্দুল্লাহ আল মামুন, আউটস্ট্যান্ডিং ডেলিগেশন এওয়ার্ড অর্জন করেন অর্থনীতি বিভাগের নাজমুস সাকিব।
ভারবাল মেনশন ১ অর্জন করেন ট্যুরিজম অ্যান্ড হস্পিটালিটি বিভাগের জিলান খন্দকার এবং স্পেশাল মেনশন ২ অর্জন করেন ব্যবস্থাপনা বিভাগের অমিত কামাল।

ইন্টারন্যাশনাল প্রেসের অধীনে স্পেশাল মেনশন এওয়ার্ড অর্জন করেন উন্নয়ন অধ্যায় বিভাগের মৃত্যিকা খান।

এবিষয়ে বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘের সভাপতি রাসেল মুরাদ বলেন, ছায়া জাতিসংঘ হচ্ছে এমন একটা প্লাটফর্ম যেখানে শিক্ষার্থীরা নিজেদের সফট স্কিল ডেভেলপ করতে পারবে। ইন্টারন্যাশনাল বিষয়গুলো সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি ডিপ্লোমেটিক বিহেভিয়ার সম্পর্কে অবগত হতে পারে সর্বোপরি আমাদের সেশংগুলো ইংরেজিতে হয় সেই ক্ষেত্রে ইংরেজিতেও পারদর্শী হওয়া যায়।

এসময় তিনি আগামী মাসে ইবিতে একটি ছায়া জাতিসংঘ কনফারেন্সের আয়োজন করার কথাও জানান।

আরও পড়ুন...