খাগড়াছড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩ জনের মৃত্যু

Khagrachari Gas Cylinder Explosion-PBA 04

পিবিএ,খাগড়াছড়ি: খাগড়াছড়িতে গত ১৯ ফেব্রুয়ারী গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় গুরুতর চার জনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ও ঢাকায় ৩ জনে মৃত্যু হয়েছে।

নিহতরা হচ্ছে-ভূবন বিকাশ চাকমা (৫০) আ: হামিদ (২৩) ও জমির (২২)। খাগড়াছড়ি সদর থানার ওসি শাহাদাত হোসেন টিটো ঘটনা সত্যতা নিশ্চিত করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সোমবার ( ২৫ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জমির (২২)। এর আগে রবিবার দগ্ধ চমেকে আ: হামিদ (২৩) ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যায় ভূবন বিকাশ চাকমা। তার বাড়ী খাগড়াছড়ির পেরাছড়া ও অপর দুজনের বাড়ী হাটহাজারী বলে জানা গেছে।

প্রসঙ্গত: গত ১৯ ফেব্রুয়ারী ২০১৯ মঙ্গলবার ভোর রাতে খাগড়াছড়ির দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় ক্যান্টন এন্টারপ্রাইজের একটি গোড়াউনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ৭ জন আহত হয়। এর মধ্যে ৪ জন গুরুতর মধ্যে ৩ জনের মৃত্যু হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...