চাঞ্চল্যকর ক্লুলেস

কাভার্ডভ্যানচালক হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

পিবিএ,ঢাকা: গত ২০ জুন দিনাজপুর জেলার বিরল থানার ধুকুরঝাড়ী পাওয়ার স্টেশনের সামনের সড়কে মোটরসাইকেল সাইড দিতে দেরি হওয়ায় ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী কাভার্ডভ্যানচালক গোলাম মোস্তফা (৩০)‘কে ছুরিকাঘাতে হত্যা করে। এসময় চালকের সহকারী আহত হয়। এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের বড় ভাই দিনাজপুর জেলা বিরল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (বিরল থানা মামলা নং-১৭/৯৮ তাং-২১/০৬/২০২২ইং ধারাঃ ১৪৩/৩৪১/৩২৩/৩০২/৩৪ পেনাল-কোড ১৮৬০)। এই ঘটনা গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরধারী বৃদ্ধি করে।

পরবর্তীতে গত (২৩ আগস্ট) র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র‌্যাব-২’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে রাজধানী মোহাম্মদপুর থানার তাজমহল রোড এলাকায় উক্ত ক্লুলেস হত্যা মামলার (অজ্ঞাতনামা) আসামি আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা এবং র‌্যাব-২’র আভিযানিক দল অভিযান পরিচালনা করে হত্যা মামলার (অজ্ঞাতনামা) আসামি মোঃ সেকান্দার আলী (৩৪)-কে গ্রেফতার করে।

আটককৃত আসামি‘কে জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে তার সক্রিয়ভাবে জড়িত থাকার কথা স্বীকার করে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামির নামে দিনাজপুরের বিভিন্ন থানায় একাধিক হত্যা, হত্যা চেষ্টা, চাঁদাবাজি, চুরি এবং পুলিশের ওপর হামলাসহ মোট ০৫ টি মামলা রয়েছে। এছাড়াও আসামি থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ তথ্য যাচাই বাচাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...