পিবিএ,টাঙ্গাইল: দৈনিক যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি আবু জাফর ও চট্রগ্রামের লোহাগড়া প্রতিনিধি সেলিম উদ্দিনের গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে টাঙ্গাইল প্রেসক্লাব।
মঙ্গলবার(২৬ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, টাঙ্গাইল টেলিভিশন রিপোটার্স ফোরামের সভাপতি নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক মহব্বত হোসেন প্রমুখ।
এতে টাঙ্গাইল জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা বলেন, অন্যায়ভাবে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে সাংবাদিকদের হয়রানি বন্ধ করতে হবে। যাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।
পিবিএ/এমআর/এফএস