ইবির ধর্মতত্ত্বের ভর্তি পরীক্ষা কাল

নাজমুল হুসাইন,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল অনুষ্ঠিত হবে। শনিবার (২৭ আগস্ট) বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

জানা যায়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত তিনটি বিভাগ ছাড়াও কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগ ‘ডি’ ইউনিটে যুক্ত করা হয়েছে। ফলে ৮০টি আসন বেড়ে আসন সংখ্যা দাঁড়িয়েছে ৩২০টি। চারটি বিভাগে ৩২০টি আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী দুই হাজার ছাব্বিশ জন। অর্থাৎ প্রতি আসন প্রতি লড়বে ৬জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবনের ১৬ টি কক্ষে ৭৭৫ জন এবং অনুষদ ভবনের ২৩ টি কক্ষে ১২৫১জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে।

ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ বলেন, এবারের ভর্তি পরীক্ষায় শতভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি একটি সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...