ইবির ধর্মতত্ত্বে উপস্থিতির হার ৯৪ শতাংশ

নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): ২০২১-২২ শিক্ষাবর্ষে ধর্মতত্ত্ব ও ইসলাম শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি ভবন এবং অনুষদ ভবনে এটি অনুষ্ঠিত হয়। শনিবার (২৭ আগস্ট) বেলা ১২ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে এ পরীক্ষা।

পরীক্ষার দিন সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকেই পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে প্রবেশ করতে শুরু করেন। প্রবেশের সময় এডমিট কার্ডের ছবি এবং চেহারার মিল আছে কি না তা যাচাই করতে দেখা গেছে কর্তৃপক্ষকে।

জানা যায়, ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষায় দুই হাজার ছাব্বিশ জন শিক্ষার্থী আবেদন করলেও উপস্থিত ছিলেন প্রায় ৯৪ শতাংশ। ধর্মতত্ত্ব অনুষদের ডিন প্রফেসর ড. এইচ. এ. এন. এম. এরশাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম.আলী হাসান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা।

উল্লেখ্য, আগামী ২৮ আগস্ট শারীরিক শিক্ষা ও ক্রিড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন...