নিজ বাড়িতে পলাশের দাফন সম্পন্ন

পিবিএ, নারায়ণগঞ্জ: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী পলাশ আহমেদের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালের দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরের দুধঘাটায় নিজ বাড়ির পাশে তাকে দাফন করা হয়।পলাশের বাবা পিয়ার জাহান সমকালকে বলেন, তার লাশ গ্রহণ করার আমার কোনো ইচ্ছে ছিল না। প্রশাসন আমাদেরকে ডাকায় সোমবার রাতে আমি তার লাশ নিতে চট্টগ্রামে যাই।

তিনি বলেন, পতেঙ্গা পুলিশের কাছ থেকে লাশ নিয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে নারায়ণগঞ্জে পৌঁছাই। সকাল ৯টার দিকে তাকে দাফন করা হয়।রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইট ছিনতাইয়ের চেষ্টা চালিয়ে দেশি-বিদেশি গণমাধ্যমে আলোচনার তুঙ্গে চলে আসে পলাশ।

তার অতীত কর্মকাণ্ডের কথা উঠে আসতে থাকলে বিস্মিত হন সকলে। নারায়ণগঞ্জের এই যুবক কেন হঠাৎ ‘অস্ত্র হাতে’ ও ‘বোমাসদৃশ’ বস্তু শরীরে নিয়ে বিমান ছিনতাইয়ের মতো দুঃসাহসিক আর ঝুঁকিপূর্ণ কাজে নামল, তা পরিষ্কার নয় তার বাবার কাছেও। এমনকি পলাশের মূল উদ্দেশ্য নিয়ে গোয়েন্দারা সন্দেহাতীত কোনো তথ্য পাননি। তবে বিশেষজ্ঞদের ধারণা, এ ঘটনায় জড়িত যুবক ‘বিষাদগ্রস্ত’ ছিল।

 

পিবিএ/এম্

আরও পড়ুন...