ইবিতে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নাজমুল হুসাইন,ইবি (কুষ্টিয়া): ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খালেদা জিয়া হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ আগস্ট) রাত ৮ টার দিকে ইবি শাখা ছাত্রলীগের উদ্যোগে হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। ইবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথী। এছাড়া বিষয় ভিত্তিক মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবি শাপলা ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মামুনুর রহমান।

এসময় অধ্যাপক ড মামুনুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু মানুষের মধ্যে মুক্তির স্বপ্ন জাগিয়ে তুলেছিলেন। মানুষের সেই স্বপ্ন বঙ্গবন্ধু তার অসাধারণ নেতৃত্বের মাধ্যমে পুরণ করেছিলেন। স্বাধীন হওয়ার পর ৪বছরের মধ্যে দেশ সম্পুর্ন স্থিতিশীল হওয়াটা কখনোই সম্ভব ছিলোনা। বঙ্গবন্ধু দেশকে আস্তে উন্নতির দিকে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ঘাতকরা সেটি হতে দিলোনা। ৭৫ এর কালো রাতের নেপথ্যে মূলত কে ছিলেন সেটা প্রমাণ হয় হয় ৭৫ পরবর্তী ঘটে যাওয়া ঘটনার বিশ্লেষণ করলে।

উল্লেখ্য, আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহতদের ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় সর্বোপরি দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

আরও পড়ুন...