আমার একুশে বইমেলা

 

Torri-PBA

– তুনাজ্জিনা তাবাস্সুম তরী, বয়স-৯

আমি বই মেলায় যাব। ইস! কি আনন্দ। বুধবার বই মেলায় যাব। পয়লা ফাল্গুন। যাব হচ্ছে বড় ও মেঝো বোনের সঙ্গে। বই মেলাটি হচ্ছে ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে। নবাবগঞ্জ আমাদের গ্রাম থেকে যেতে বেশ সময় লাগে। রাস্তায় অনেক জ্যাম তাই দেরি হলো। বাবা গুলিস্থান এসেছে আমাদের এগিয়ে নিতে। অবশেষে পৌছলাম।
কয়েকদিন আগেও গিয়েছিলাম। বাবা ও মায়ের সাথে। তখন ছিল বাবার একটি বই এর মোড়ক উন্মোচন। বইটির নাম নাদা। নাদা অর্থ গোবর। গোবর একটি গ্রাম্য ভাষা। শিশু চত্ত্বরে গিয়েছিলাম। শিশু চত্ত্বরে একটি কার্টুন আছে। তার নাম সিসিমপুর। সিসিমপুরে হালুম, টুকটুকি, ইকরি, শিকুই মেইন। আরো আছে বিজ্ঞানী। সিসিমপুর কার্টুনে শুরুতে একটি গান দেয়, তা হলো- চলছে গাড়ি সিসিমপুরে, চলছে গাড়ি সিসিমপুরে।
আমি দুইবার বই মেলায় এলাম। দুপুরে বাবা আমাদের তেহারী, আইসক্রিম আর কফি খাওয়াইছে। তিনটায় বই মেলা শুরু হবে। তিনটা বেজে এলো। আমরা মেলায় ঢুকার জন্য লাইনে দাড়ালাম। মেলায় ঢুকে প্রথমে সিসিমপুর কার্টুনের একটি আর্ট ও রং করার বই কিনেছি। আমি আরো বই কিনেছি। যেমন – ফ্রোজেন, ভুতের বন্ধু টুত, অপু ও পরী, যখন টুনটুনি তখন ছোটাচ্চো। অপু ও পরি বইটা দন্ত্যস রওশন আঙ্কেল এর বই।
বাবা আমাকে আরো অনেক কিছু দেখালো। বাংলাদেশ জাতীয় যাদুঘর আর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধী। বসন্ত বরন অনুষ্ঠানেও গিয়েছি। একজন আঙ্কেল পেনসিল দিয়ে আমার ছবি বানিয়ে দিলো। খুব সুন্দর হয়েছে।
আহা ! কি যে মজা করলাম।

পিবিএ/শআ

আরও পড়ুন...