নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বরিশাল বিভাগ (বরিশাল, ভোলা, বরগুনা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠী) ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি আশিকুর রহমান হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. সেকান্দার আলী, অধ্যাপক ড. আ ন ম ইকবাল হোসাইন ও অধ্যাপক ড. মুহাম্মদ অলিউল্লাহ। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. এ কে এম শামছুল হক ছিদ্দিকী, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্যাহ, অধ্যাপক ড. ইদ্রিস আলী ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন এবং আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ কে মুহা. নুরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালন করেন আতিকুর রহমান ও লামিয়া আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ছাত্রকল্যাণ মানে ছাত্র বান্ধব কাজ করবে এমন একটি সংগঠন। এখানে সকলের সুবিধা-অসুবিধা একে অপরের সাথে শেয়ার করবে৷ চিন্তা মননশীলতা একে অপরের সাথে শেয়ার করে জ্ঞানের ভান্ডারকে সমৃদ্ধ করতে পারবে। দল-মত নির্বিশেষে সকলকে একসাথে কাজ করে, সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।’
উল্লেখ্যা, অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং পরে প্রবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।