ইবিতে আইইউসানস’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্ট’স এ্যাসোসিয়েশন অব এন এস (আইইউসানস) এর উদ্যোগে নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র ১১৬ নং কক্ষে এটি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি কে এম আতিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অলী উল্ল্যাহ ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান। আল হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেকান্দার আলী ও অধ্যাপক ড. আ ন ম ইকবাল হোসাইন। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাইফুদ্দিন।

জানা যায়, সংগঠনটি ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে গঠিত। এই মাদরাসা বাংলাদেশের বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা শহরে অবস্থিত বাংলাদেশের একটি স্বনামধন্য ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৫৬ সালে মাওলানা মুহাম্মদ আযীযুর রহমান নেছারাবাদী মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। এসময় বক্তারা শিক্ষার্থীদের নানা দিকনির্দেশনামূলক আলোচনা করেন এবং প্রতিষ্ঠাতার স্মৃতিচারণ ও আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্যা, সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয় এবং পরে প্রবীন শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুন...