পিবিএ ডেস্ক: পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতের নিক্ষিপ্ত মর্টারের গোলার আঘাতে চার বেসামরিক ব্যক্তি নিহত ও ১১ জন আহত হয়েছে বলে ইসলামাবাদ অভিযোগ করেছে।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামায় ভারতীয় জওয়ানদের ওপর সন্ত্রাসী হামলার জের ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে যখন তীব্র উত্তেজনা বিরাজ করছে তখন এ অভিযোগ জানাল পাকিস্তান। গত ১৩ ফেব্রুয়ারির ওই সন্ত্রাসী হামলায় ৪৪ ভারতীয় জওয়ান নিহত হন।
পাক কর্মকর্তারা বলেছেন, নিয়ন্ত্রণ রেখা বরাবর একটি বাড়িতে মঙ্গলবার বিকেলে ভারতীয় মর্টারের গোলা আঘাত হানলে যে চার ব্যক্তি নিহত হয়েছেন তাদের তিনজন একই পরিবারের সদস্য। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে উগ্র জঙ্গিদের একটি প্রশিক্ষণ শিবিরে ভারত বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ওই মর্টার হামলার খবর দিল ইসলামাবাদ।
ভারত ওই বিমান হামলায় কয়েকশ’ জঙ্গিকে হত্যা করার দাবি করলেও ইসলামাবাদ গোটা বিমান হামলার বিষয়টিকে অস্বীকার করেছে। পাকিস্তান বলছে, ভারতীয় জঙ্গিবিমান হামলার উদ্দেশ্যে পাকিস্তানের আকাশসীমায় অনুপ্রবেশ করলেও পাক বিমান বাহিনীর তাড়া খেয়ে তারা নিজ দেশে ফিরে গেছে। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের ‘বিস্ময়কর’ জবাব দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেছে ইসলামাবাদ।
পিবিএ/জেডআই