পিবিএ ডেস্ক: ভারতের জম্মু-কাশ্মীরে দেশটির বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন দুই পাইলট ও এক বেসামরিক নাগরিক। ভারতীয় পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট। রিপাবলিক টিভি ও নিউস এইটিনসহ বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, টেকনিক্যাল কারনে এ দূর্ঘটনা ঘটেছে।
এর আগে কমপক্ষে ৩টি পাকিস্তানি যুদ্ধবিমান লাইন অব কন্ট্রোল পেরিয়ে ভারতের আকাশ সীমায় প্রবেশ করে। তবে ভারতীয় যুদ্ধবিমান ধাওয়া করলে সেগুলো পাকিস্তানে ফিরে যায়।
ব্যাপারে বুদগাম শহরের সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) বলেন, শিগগিরই ভারতীয় বিমান বাহিনীর প্রযুক্তিগত দল এসে পৌঁছাবে এবং ঘটনাটি খতিয়ে দেখবে। এখন পর্যন্ত আমরা দু’টি মরদেহ উদ্ধার করেছি।
সংবাস সংস্থা পিটিআই’র প্রতিবেদন থেকে জানা যায়, বুধবার স্থানীয় সময় ১০টা ৫ মিনিটে বুদগাম শহরের গারেন্দ কালান গ্রামের একটি উন্মুক্ত মাঠে বিমানটি বিধ্বস্ত হয়।
তবে তাৎক্ষনিকভাবে সেই ঘটনার সঙ্গে ভারতীয় বিমান বিধ্বস্তের কোনো সম্পর্ক খুজে পাওয়া যায়নি। বিমানটি সর্বশেষ শ্রীনগর রানওয়ে থেকে উড্ডয়ন করেছিল। এরপর একটি উন্মুক্ত স্থানে এটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিমানটি বিধ্বস্তেরপর বড় একটি বিস্ফোরন দেখতে পান তারা। সকাল ১০টা ১৫তে গারেন্ডকানাল গ্রামের এক মাঠে বিমানটি আছড়ে পরে। এবিপি নিউজ জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি একটি মিগ-২১ যুদ্ধবিমান। তবে দেশটির কর্মকর্তারা এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
পিবিএ/জেডআই