শিশুর লাশ নিয়ে সড়ক অবরোধ; উত্তরায় যান চলাচল বন্ধ

Uttara Razraksmi Road=PBA 01




পিবিএ,ঢাকা: রাজধানী উত্তরায় শিশু রিফাতের(৮) লাশ নিয়ে সড়ক অবরোধ করেছে রিফাতের স্বজন ও এলাকাবাবাসী। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের উত্তরা রাজলক্ষী বাসস্টান্ডে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে এলাকাবাসী।Uttara Razraksmi Road=PBA

ঘটনা সূত্রে জানা গেছে, গত শনিবার আজমপুর মুন্সি মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে বিকালে দুই বন্ধুর সাথে ঘুড়ি উড়াতে যায় শিশু রিফাত। ঐদিন সন্ধ্যায় দুই বন্ধু ফিড়ে আসে। কিন্তু রিফাত বাড়ি ফিরে না আসায় শনিবার আজমপুর মুন্সি মার্কেট এলাকায় একটি নির্মাণাধীন ভবনে দুই বন্ধুর সাথে ঘুড়ি উড়াতে যায় শিশু রিফাত। ঐদিন সন্ধ্যায় দুই বন্ধু বাড়ি ফিড়ে আসে। কিন্তু রিফাত বাড়ি ফিরে না আসায় রিফাতের বাবা মা তাকে খুঁজতে ঐ বাড়িতে যান। কিন্তু বাড়ির মালিক অজিদ কুমার তাদের বাড়িতে ঢুকতে বাধা দেন। ফিড়ে আসার পথে ঐ বাড়ির সামনে রিফাতের সেন্ডেল দেখতে পান তারা। পরবর্তিতে দক্ষিণখান থানায় বাড়ির মালিক অজিদ ও তার স্ত্রী রেখা রানীর বিরুদ্ধে মামলা করতে গেলে প্রথম দিকে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। পরে পুলিশ মামলা নিয়ে তল্লাসি চালালে ঐ বাড়ির সেফটি ট্যাংক থেকে শিশু রিফাতের লাশ উদ্ধার করে। কিন্তু রিফাত উদ্ধারের তিনদিন অতিবাহিত হলেও আসামীরা থেকে যায় ধরা ছোয়ার বাইরে। এখনও কাওকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামীদের গ্রেফতারের দাবীতে রিফাতের স্বজনেরা ও বিক্ষুব্ধ এলাকাবাসী রিফাতের লাশবাহী কফিন নিয়ে রাস্তা অবরোধ ও বিক্ষোভ করে।
নিহত শিশু রিফাত দক্ষিণখান আব্দুল রশিদের পুত্র। তারা দক্ষিনখান মতিনের বাড়িতে ভাড়া থাকতেন।

আরও পড়ুন...