নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন “একাউন্টিং অ্যালামনাই এসোসিয়েশন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া” এর প্রথম পুর্নমিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর কেক কেটে ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যালামনাই এসোসিয়েশনের আহ্বায়ক অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাইফুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি প্রফেসর ড. জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন পুনর্মিলনী অনুষ্ঠানের সমন্বয়ক তাওহিদ হাসান জুবেরী, সাধারন সম্পাদক এ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক, বিশিষ্ট অ্যালামনাই মহসিন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন আলী আক্তার রিজভি ও উম্মে হাবিবা হ্যাপী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘ বিশ্ববিদ্যালয় বিভিন্ন চড়াই ও উৎরাই পেরিয়ে আজকের এই অবস্থানে এসেছে। যেখানে বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই এর ভুমিকা অপরিসীম। এই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভবিষ্যৎতে অ্যালামনাই কাজ করে যাবে।’
এ সময় তারা আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তাহলেই জাতির পিতার সোনার বাংলা গড়ার স্বপ্ন সার্থক হবে।’
প্রসঙ্গত, অনুষ্ঠানের প্রথমার্ধের শেষে অতিথিবৃন্দের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এরপর দুপুরের খাবারের বিরতি দেওয়া হয়। বিরতির পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা। অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব হিসেবে এল্যামনাই সদস্যদের মধ্যে র্যাফেল ড্র’র আয়োজন করা হয়। এসোসিয়েশনের আহ্বায়ক শাহজাহান আলম সাজুর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
উল্লেখ্য, প্রথম পুর্নমিলনী উপলক্ষে এসোসিয়েশনের পক্ষ থেকে ‘বন্ধন’ নামে একটি স্বরনিকা প্রকাশ করা হয়েছে।