সোহাগ হাসান জয়,সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়ার চৌড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় ৩ সাংবাদিক আহত হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার চৌড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আরটিভির প্রতিনিধি ইউসুফ দেওয়ান রাজু, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি এইচ.এম আলমগীর কবির ও দৈনিক দিনকালের সলঙ্গা থানা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ। এই দুর্ঘটনায় আরটিভির প্রতিনিধির বাম হাত ভেঙ্গে গেছে। বর্তমানে তিনি শহরের একটি বেসরকারী প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সাংবাদিক এইচ.এম আলমগীর কবির জানান, পেশাগত দ্বায়িত্ব পালনের কাজে মোটরসাইকেলে সিরাজগঞ্জ শহর থেকে উল্লাপাড়ার উদ্দেশে রওয়া হন ৩ সাংবাদিক। পথে উল্লাপাড়ার চৌড়িয়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে তারা রাস্তায় ছিটকে পড়ে যায়। এ সময় তারা হাত, পা এবং মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় একটি
ক্লিনিকে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিরাজগঞ্জ শহরে বেসরকারী প্রাইম হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে সাংবাদিকের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।