নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও বিশেষ অতিথি হিসেবে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. তানজীমা পারভীন উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আহসান-উল-আম্বিয়া, অধ্যাপক ইব্রাহিম আব্দুল্লাহ, সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন, সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান, সহযোগী অধ্যাপক ড. শহীদুল ইসলাম,ও সহকারী অধ্যাপক আতিকুর রহমান প্রমুখ।
বিভাগের শিক্ষার্থী শামীম হোসেন ও তাজমিন সুলতানা মিমির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহকারী অধ্যাপক শামীম হোসেন। বিদায়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ ও নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, “আমি বিদায় শব্দটির সাথে একমত না হয়ে এটাকে আমি ‘অগ্রায়ণ’ বলছি। কারণ, আমরা তাদেরকে বিদায় না দিয়ে সামনের দিকে আরো একটু এগিয়ে দিচ্ছি। আপনারা চলে যাচ্ছেন মানে এই অঙ্গন থেকে চলে যাচ্ছেন। আপনি পৃথিবীর যেখানেই থাকেন না কেনো অন্তরচক্ষু দিয়ে সবসময় এই অঙ্গনকে দেখতে পাবেন।”
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রবিউল হকের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব সমাপ্ত হয়। মধ্যাহ্নভোজের বিরতির পরে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।