পাকিস্তানের ওপর ভারতের হামলার নিন্দা জানালো ওআইসি

ওআইসি
ওআইসির বৈঠক

পিবিএ, ডেস্ক: পাকিস্তানের ওপর ভারত গতকাল (মঙ্গলবার) যে বিমান হামলা চালিয়েছে তার নিন্দা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। পাশাপাশি, দুপক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গতকাল সকালের দিকে পাকিস্তানের সামরিক বাহিনী টুইটার বার্তার মাধ্যমে জানিয়েছিল যে, ভারতীয় বিমান বাহিনী নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছে। ভারতীয় হামলার জবাবে পাকিস্তানের বিমান বাহিনীও যুদ্ধবিমান পাঠায় এবং ভারতীয় বিমান চলে যায়।

টুইটার বার্তার মাধ্যমে ওআইসি বলেছে, “এ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য পাকিস্তানের ওপর ভারতীয় হামলার নিন্দা করেছেন মহাসচিব।” পাশাপাশি দু পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধরার পারমর্শ দিয়ে ওআইসি বলেছে, হামলা অব্যাহত থাকলে ওই অঞ্চলের শান্তি ও নিরাপত্তা বিপদাপন্ন হতে পারে।

ওআইসি ভারত ও পাকিস্তানকে দায়িত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আরো বলেছে, শক্তির ব্যবহার বাদ দিয়েই দু দেশকে শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতে হবে। এছাড়া, চলমান উত্তেজনা নিরসনের জন্য ভারত ও পাকিস্তানকে সংলাপে বসার আহ্বান জানিয়েছ ওআইসি।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...