পাকুন্দিয়ায় খামারিদের মাঝে উপকরণ বিতরণ

পিবিএ, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু খামারিদের মধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ(এনএটিপি-২) প্রকল্পের আওতায় উপজেলা বিভিন্ন সিআইজি (গরু হৃষ্টপুষ্টকরণ, গাভী পালন ও মুরগি পালন) সমিতির সদস্যের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।

আজ বুধবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ প্রাঙ্গণে খামারিদের মাঝে উপকরণ হিসেবে ভূষি, দানাদার খাদ্য, ঘাসের কাটিং, কৃমির ওষুধ ও ভিটামিন ক্যাপসুল বিতরণ করা হয়। এ উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.স্বপন চন্দ্র বণিক এর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোকলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান মোছা.শামছুন্নাহার আপেল ও উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা.মো.রোকনুজ্জামান।

এসময় এনএটিপি প্রকল্পের মাঠ সহকারী মনিরা আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের সীল ও খামারিবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/এইচ/জেডআই

আরও পড়ুন...