পিবিএ ডেস্ক: বয়স হওয়ার আগেই অনেকের চুল পেকে যায়। সাধারণত পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে চুল পাকতে পারে। লিভারের সমস্যা থাকলেও বয়েসের আগেই অকালে পেকে যেতে পারে চুল। অনেকেই তাই পাকা চুল বেছে বেছে তুলতে থাকেন। কিন্তু এ ভাবে পাকা চুল তুলে ফেলায় কত ক্ষতি হতে পারে জানেন!
টরেন্টোর ডার্মাটোলজিস্ট মারটি গিডন জানিয়েছেন, পাকা চুল তুলে ফেললে, সেখান থেকে প্রাকৃতিক ভাবেই আবারও যে চুল গজাবে সেটাও পাকা চুলই হবে। পাকা চুল সাধারণ চুলের অনুপাতে মোটা হয়, তাই তুলে ফেলা চুলের গোড়া থেকে যখন আবারও চুল গজাবে, সেটাও একই রকম হবে। আর পাকা চুলে টেনে তোলার ফলে চুলের বৃদ্ধির গতি এবং নতুন চুল গজানোর স্বাভাবিক প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়।
চুল পেকে গেলে অনেকেই চুল ডাই করে ফেলেন। এতে চুলের ক্ষতি হয়। চুলের বাইরের আবরণ নষ্ট হয়ে যায়। এছাড়াও চুলের রঙ থাকে অ্যামিনোফেনল, ডায়ামিনোবেনঞ্জিন এবং ফেনিলেনডিয়ামাইন। এই কেমিক্যালগুলো শরীরের ক্ষতি করে। এমনকি নিয়মিত হেয়ার কালার ব্যবহারে ক্যানসারও হতে পারে। তাই মেহেদির মতো প্রাকৃতিক রঙ ব্যবহার করতে পারেন অথবা সাদা চুলগুলোকেই যত্ন করে ঝলমলে করে রাখতে পারেন।
তাই অল্প বয়সে চুল পেকে গেলে সেই অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পেতে পাকা চুল না তোলাই ভাল। তবে একটি চুল তোলার কারণে একাধিক সাদা চুল গজায়, এই ধারণাটি সম্পূর্ণ ভুল।
পিবিএ/জেডআই