তিন দফা দাবিতে বগুড়ায় নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

bogura-manchainPBA

পিবিএ,বগুড়া: তিন দফা দাবিতে বগুড়ায় বিভিন্ন নার্সিং শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক নার্সিং শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বগুড়া জেলা শাখার আয়োজনে বুধবার( ২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহরের সাতমাথায় মানববন্ধন পালিত হয়। মানববন্ধনে সভপতিত্ব করেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বগুড়া জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম।

সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন জাহিদ হোসেন, সোবাহান, আরমান, আশিক, হুমাইরা, নিলা, রাজিয়া, হালিমা, ওবায়দুল, নাইম, রাসেল, মেসবাহ সহ শিক্ষার্থীরা তাদের দাবি বক্তব্যের মাধ্যমে তুলে ধরে। তাদের দাবি সমুহ হল, অতিদ্রুত স্থগিতকৃত বিএনসি পরীক্ষার তারিখ ঘোষণা করতে হবে, সেবার মান ঠিক রাখার জন্য কারিগরি পেশেন্টকেয়ারদের বিএনসি এর আওতাভুক্ত না করা এবং ২০১৮ সালের আইন অনুযায়ী কারিগরি নার্সিং এর শিক্ষা পরিচালনার সাংগঠনিক ও বিতর্কিত আইন বাতিল করতে হবে।

মানববন্ধনে নার্সিং ইনস্টিটিউট মোহাম্মদ আলী হাসপাতাল, সাইক নার্সিং ইনস্টিটিউট, ব্যাডস নার্সিং ইনস্টিটিউট, মাহীসওয়ার নার্সিং ইনস্টিটিউট, টিএমএসএস নার্সিং ইনস্টিটিউট, উত্তরবঙ্গ নার্সিং ইনস্টিটিউট, করতোয়া নার্সিং ইনস্টিটিউট, সিট ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট, আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের সহস্রাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে নার্সিং শিক্ষার্থীরা দেশের সকল নার্সিং শিক্ষার্থীদের মান রক্ষার্থে প্রধানমন্ত্রীর হস্থক্ষেপ কামনা করেছেন।

পিবিএ/এমএ/এফএস

আরও পড়ুন...