পিবিএ,ঢাকা: ১৭তম “প্রিমিয়ার ডিভিশন কাবাডি লিগ-২০২২’ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার রাজধানীর গুলিস্থানে কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত চুড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীকে ৩১-২৭ পয়েন্টে পরাজিত করে বাংলাদেশ নৌবাহিনী চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ, এমপি।
এছাড়া অন্যান্যের মধ্যে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশ এর মহাপরিদর্শক জনাব চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় গত ১৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ২০২২ পর্যন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। টুনামেন্টে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ জেল পুলিশ হতে মোট ৬টি দল ও ৮টি ক্লাবসহ সর্বমোট ১৪টি দল তিন গ্রুপে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনী প্রতিটি খেলায় জয় লাভ করে সর্বোচ্চ ১০ পয়েন্ট অর্জন করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়।