আজারবাইজানের নাকচিভান অটোনমাস রিপাবলিকে অনুষ্ঠানরত ফিদে অনূর্ধ্ব-১৬ বিশ্ব দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ। এই রাউন্ডে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে পানামাকে পরাজিত করে।
চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশের পক্ষে স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে পানামার মেনডেজ মাচাদো আন্দ্রে, কেস্টিলো বেইটিয়া এ্যাসলে আলেকজান্দ্রা ও আইবানেজ জানেট্টি সেবাস্তাইন আনড্রেসকে পরাজিত করেন। বাংলাদেশের পক্ষে জান্নাতুল ফেরদৌসী পানামার স্কনেল সেবাস্তিয়ান নারায়ানার সাথে ড্র করেন।
পঞ্চম রাউন্ডে বাংলাদেশ উজবেকস্তানের সাথে খেলছে। বাংলাদেশ দল ৪ খেলায় ৪ পয়েন্ট পেয়েছে।আজারবাইজানের নাকচিভান অটোনমাস রিপাবলিকে অনুষ্ঠানরত ফিদে অনূর্ধ্ব-১৬ বিশ্ব দাবা অলিম্পিয়াডের চতুর্থ রাউন্ডে জয় পেয়েছে বাংলাদেশ। এই রাউন্ডে বাংলাদেশ ৩.৫-০.৫ গেম পয়েন্টে পানামাকে পরাজিত করে।
চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশের পক্ষে স্বর্নাভো চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যথাক্রমে পানামার মেনডেজ মাচাদো আন্দ্রে, কেস্টিলো বেইটিয়া এ্যাসলে আলেকজান্দ্রা ও আইবানেজ জানেট্টি সেবাস্তাইন আনড্রেসকে পরাজিত করেন। বাংলাদেশের পক্ষে জান্নাতুল ফেরদৌসী পানামার স্কনেল সেবাস্তিয়ান নারায়ানার সাথে ড্র করেন।
পঞ্চম রাউন্ডে বাংলাদেশ উজবেকস্তানের সাথে খেলছে। বাংলাদেশ দল ৪ খেলায় ৪ পয়েন্ট পেয়েছে।