হ্যারি পটার চলচ্চিত্রে হ্যাগ্রিড চরিত্রে অভিনয় করা অভিনেতা রবি কোলট্রেন মারা গেছেন। তার মুখপাত্র বেলিন্ডা রাইট বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার স্কটল্যান্ডের ফলকির্ক শহরের ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালে ৭২ বছর বয়সে তার মৃত্যু হয়।
কোলট্রেনের মুখপাত্র বেলিন্ডা রাইট এক বিবৃতিতে বলেছেন, আমি ব্যক্তিগতভাবে তাকে একজন অবিচলিত ক্লায়েন্ট হিসেবে মনে রাখব। তিনি একজন দুর্দান্ত অভিনেতার পাশাপাশি বুদ্ধিমান ব্যক্তিও। ৪০ বছর আমি তার প্রতিনিধি থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
তিনি আরো জানান, রবি কোলট্রেন তার দুই সন্তান স্পেন্সার ও অ্যালিস, বোন অ্যানি রে এবং তাদের মা রোনা জেমেলকে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা ফোর্থ ভ্যালি রয়্যাল হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
কোলট্রেনের মৃত্যুতে টুইট করে দুঃখ প্রকাশ করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। টুইটে কলট্রেনের মৃত্যুকে ‘খুবই দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন তিনি।
এছাড়া শোক প্রকাশ করেছেন অভিনেতা এবং সম্প্রচারক স্টিফেন ফ্রাই। তিনি টুইটে বলেছেন, আমরা একজন শক্তিবান এবং প্রতিভাবান অভিনেতাকে হারালাম। আমাদের প্রথম টিভি শো আলফ্রেস্কোতে আমরা একসঙ্গে কাজ করেছি। বিদায় বৃদ্ধ বন্ধু, তোমাকে খুব বেশি মিস করবো।
সূত্র: বিবিসি