প্রকাশিত হলো কুবির ২০২১-২২ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি

মোঃ রায়হান,কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২১-২০২২ সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ১৬ অক্টোবর (রবিবার) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে ভর্তি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৩০ নম্বর পেয়ে উত্তীর্ণ সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৬ টি অনুষদে (বিজ্ঞান, প্রকৌশল, কলা, সামাজিক বিজ্ঞান, আইন, ব্যবসায় শিক্ষা), মোট ১৯টি বিভাগে (বাংলা, ইংরেজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতি, নৃবিজ্ঞান, প্রত্নতত্ত্ব, লোক প্রশাসন, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, পরিসংখ্যান, ফার্মেসী, কম্পিউটার সায়েন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং, আইসিটি, ম্যানেজমেন্ট স্টাডিজ, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, ব্যবস্থাপনা, একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেম) ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা ১৭ অক্টোবর থেকে ২৭ অক্টোবর ২০২২ পর্যন্ত অনলাইনে ভর্তির আবদন করতে পারবেন।প্রতিটি বিভাগের জন্য ৫০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। “https://www.couadmission.com” ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ সেশনের মোট আসন সংখ্যা: ১০৪০ টি; যার মধ্যে ‘এ’ ইউনিটে আসন সংখ্যা: ৩৫০টি; ‘বি’ ইউনিটে আসন সংখ্যা: ৪৫০টি; ‘সি’ ইউনিটে আসন সংখ্যা: ২৪০টি।

আরও পড়ুন...