গত ৭ অক্টোবর রাজু ভাস্কর্য ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্র অধিকার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে ছাত্রলীগের ১৪ নেতাকর্মীর নামে মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
মঙ্গলবার (১৮ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এই আবেদন করলে তিনি শুনানি শেষে এ আদেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
মামলার আবেদনে যাদেরকে আসামি করা হয়েছিল – মাহবুব খান, আমিনুর রহমান, নাজিম উদ্দিন, ফয়সাল মাহমুদ, রফিকুল ইসলাম বাধন, শাকিল মিয়া, তানভীর হাসান সৌকত, রনি মোহাম্মদ, রাহিম সরকার, কামাল উদ্দিন রানা, রুবেল হোসেন, নাহিদ হাসান ,কাজী ইব্রাহিম ও আরিফ সাহরিয়ারর। আসামিরা সবাই ছাত্রলীগের নেতা।
এর মধ্যে একই ঘটনায় গত ৮ অক্টোবর মাহবুব ও নাজিম উদ্দিন ছাত্র অধিকার পরিষদের ২৫ কর্মীদের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আকতার হোসেন ও সম্পাদক আকরাম হোসেনসহ ২৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। আগামী ২০ অক্টোবর এই ২৪ জনের ১৪ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।