নাজমুল হুসাইন, ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ কতৃক মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল হলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যে আলোচনা সভায় হলের প্রভোস্ট অধ্যাপক ড. দেবাশীষ শর্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় তিনি বলেন, ঘাতক চক্র ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ শেখ রাসেলকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিলেন। তবে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করা যাবে না। সেজন্য আজও কোটি কোটি বাঙালির হৃদয়ে শেখ রাসেল বেঁচে আছে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুইঁয়া, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনায়ার হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথীসহ বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান।
পরে শেখ রাসেল দিবস উপলক্ষে গতকাল আয়োজিত চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়। এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। শিক্ষার্থীরা রঙ-তুলিতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও শেখ রাসেলের চিত্র তুলে ধরেন।
এদিকে দিবসটি উপলক্ষে বেলা সাড় ১১টায় শেখ রাসেলের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শাখা ছাত্রলীগ। পরে দলীয় টেন্টে থেকে র্যালি বের হয়ে ক্যাম্পাসর বিভিন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কর একই স্থানে শেষ হয় এবং কেক কাটা হয়। এসময় শাখা ছাত্রলীগর সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমদ জয়ের নেতৃত্বে অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।