রাজধানীর তুরাগে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকে পড়ে শিশু নিহত

পিবিএ, ঢাকা– রাজধানীর তুরাগের চন্ডল ভোগ গ্রামে পানির ট্যাংকে পড়ে জেরিন (৬) নামে শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমানের একমাত্র সন্তান জেরিন। তারা স্থানীয় সিরাজ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। জিয়াউরের বাড়ি শরীয়তপুর জেলার পালং থানার তেতুলিয়া সিরাজ কান্দি গ্রামে। গ্রামের বাড়িতে শিশুটির দাফন করা হবে।

জেরিনের মামা জসিম উদ্দিন জানান, সকালে সহপাঠীদের সাথে খেলতে যায় সে। খেলতে গিয়ে ‘প্রোপার্টি সল্যুশন’ নামে একটি অ্যাপার্টমেন্ট কোম্পানির নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় খোলা পানির ট্যাংকে পড়ে যায়। এ সময় সহপাঠীরা চিৎকার দিলে আশপাশের মানুষ তাকে ট্যাংকি থেকে উদ্ধার করে। পরে তাকে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

অ্যাপার্টমেন্ট কোম্পানী প্রোপার্টি সল্যুশন মালিকানায় নির্মাণাধীন ভবনের গেটে তালা লাগিয়ে ভবন তত্ত্বাবধায়ক পালিয়ে যায়।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...