জাল বাংলাদেশের প্রাচীন মাছ ধরার কৌশল। তম্মধ্যে ঝাঁকি জাল অন্যতম। ঝাঁকি জালের উপরের প্রান্তে সরু রশি বাঁধা থাকে। জালের নিচের দিকে লোহার ছোট ছোট কাঠি যুক্ত করা হয়। যাতে পানিতে জাল ফেললে তাড়াতাড়ি ডুবে যেতে পারে। ছবিটি পটুয়াখালীর গলাচিপা রামনাবাদ নদীর তীর থেকে তোলা। বুধবার, ২ নভেম্বর। ছবি : পিবিএ/সিরাজুল ইসলাম।

আরও পড়ুন...