ইবি’র সহকারী রেজিস্ট্রারের পিএইচডি ডিগ্রি অর্জন

নাজমুল হুসাইন,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল আজিজ পিএইচডি ডিগ্রী অর্জন করেছেন। গত রবিবার (৩০ অক্টোবর) অনুষ্ঠিত বিশ্বিবদ্যালয়ের ২৫৬তম সিন্ডিকেট সভায় ও ১২৪তম একাডেমিক কাউন্সিল সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

তিনি ‘পিতা-মাতার ভরণ-পোষণে প্রচলিত আইন : ইসলামী দৃষ্টিভঙ্গি’ শীর্ষক অভিসন্দর্ভ রচনা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এই গবেষণায় তত্ত্বাবধায়ক ছিলেন আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় সভাপতি ড. সৈয়দ মাকসুদুর রহমান।

তিনি তাঁর গবেষণায় বর্তমান সমাজে পিতা-মাতাগণ সন্তানদের নিকট থেকে ভরণ-পোষণ পেতে অবহেলা ও নির্যাতনের শিকার হচ্ছেন যা ধর্মীয় এবং দেশের প্রচলিত আইনের দৃষ্টিতে গুরুতর অপরাধ তা ফুটিয়ে উঠিয়েছেন। এছাড়া বাংলাদেশে পিতা-মাতার ভরণ-পোষণে অবহেলার বাস্তব চিত্র, অবহেলিত পিতা-মাতার ভরণ-পোষণে বৃদ্ধাশ্রমের ভূমিকা, তাঁদের ভরণ-পোষণের প্রতিবন্ধকতা, উত্তোরণের উপায় সম্পর্কে মাঠ জরিপ কার্যক্রম পরিচালনা করে সুবিন্যস্তভাবে সুপারিশমালা উপস্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, তিনি পাবনা জেলার সাঁথিয়া পৌরসভার বোয়াইলমারী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে মো. আব্দুল বাতেন ও আক্তার পারভীনের জ্যেষ্ঠ পুত্র।

আরও পড়ুন...