ইবিতে প্রথমবার রাতে ফুটবল টুর্নামেন্ট

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ফুটবল অ্যাসোসিয়েশন (আইইউএফএ) এর উদ্যোগে দুই দিনব্যাপী আট দলীয় সেভেন সাইড ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এই প্রথমবার রাতে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ নভেম্বর) রাত ৮ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এটি অনুষ্ঠিত হয়।

জানা যায়, আট দলীয় এই ফুটবল টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় পদ্মা ও রূপসা দল। এতে পদ্মা দলকে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ান হয় রূপসা দল।

এসময় উপস্থিত ছিলেন আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম জুয়েল। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মিশু, সাধারণ সম্পাদক ইমানুল সোহান, প্রেসক্লাব সভাপতি আবু হুরাইরা,শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতসহ অন্যান্যরা।

রাতে ফুটবল টুর্নামেন্ট নিয়ে সহযোগী অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, “প্রযুক্তির এই যুগে ক্যাম্পাসকে মাদক মুক্ত ও শিক্ষার্থীদের মাঠ মুখী করতে এই আয়োজন বিশেষ ভূমিকা রাখবে। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকুক এই প্রত্যাশা।

 

আরও পড়ুন...