গ্রাম বাংলার অতি পরিচিত সাধারণ একটি জলজ উদ্ভিদ কচুরিপানা। ঘ্রাণ না থাকলেও ময়ূরের পালকের মত দেখতে এর ফুল নান্দনিক ও শিল্প-শোভন। এই ফুলের সৌন্দর্য শিশু-বয়স্ক সকলকে মুগ্ধ করে। বর্তমান সময়ে খাল-বিলে যেখানে পানি আছে সেখানেই জন্মে থাকা পানিতে উদ্ভিদটির সাদা চকচকে ফুল। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেমবাজার থেকে তোলা। বৃহস্পতিবার, ১০ নভেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত