কুবিতে প্রথম মেধাতালিকা ভর্তি ৩৬৫ জন শিক্ষার্থী

পিবিএ,কুবি প্রতিনিধি : গুচ্ছ পদ্ধতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি হয়েছে ৩৬৫ জন শিক্ষার্থী। যা মোট আসনের ৩৫ শতাংশ। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৪০।

ভর্তির বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় ভর্তি সংক্রান্ত টেকনিক্যাল কমিটির প্রধান ড. মো: সাইফুর রহমান।

তিনি জানান, প্রথম মেধাতালিকা শেষে ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৫২ জন। ‘বি’ ইউনিটে ৪৫০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ১৪৬ জন এবং ‘সি’ ইউনিটে ২৪০ টি আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৬৭ জন শিক্ষার্থী।

কোটার মেধাতালিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোটার মেধা তালিকা এখনো প্রকাশ করা হয়নি। লাস্ট যে মাইগ্রেশন হবে এর আগের মাইগ্রেশনে কোটার রেজাল্ট নিয়ে এঝঞ আলোচনা করবে।

ক্লাস শুরু হওয়ার ব্যাপারে তিনি বলেন, ভর্তি প্রক্রিয়া শেষে জানুয়ারির এক তারিখ থেকে ক্লাশ শুরু হবে।

আরও পড়ুন...