ঢাবিকে হারিয়ে চ্যাম্পিয়ন ইবি, উপাচার্যের অভিনন্দন

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের হ্যান্ডবলে (পুরুষ) চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এবং রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

রবিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ক্রিকেট মাঠে খেলা ও পদক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ৩১:২২ ব্যবধানে হারিয়ে চ্যম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইসলামী বিশ্ববিদ্যালয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন (এমপি)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. ইন্জিনিয়ার আইয়ুব নবী খান, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান মো. শফিউল ইসলাম মহিউদ্দিন (এমপি) ও টুর্নামেন্টের স্পন্সর সৈয়দ ইমতিয়াজ হোসেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয় টিমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া পরিচালক ড. সোহেল, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মাহবুবুল আরফিন ও বিশ্ববিদ্যালয় টিমের কোচ শাহ আলম।

এদিকে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় ইবি টিম সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

প্রসঙ্গত, টুর্নামেন্টের ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় শাকির সামির ইমন। সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তাকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

 

আরও পড়ুন...