সৈয়দপুরে জাতীয় ভোটার দিবসে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

nil-phamari-pba

পিবিএ,নীলফামারী: দেশে প্রথম বারের মতো অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস। ১ মার্চ দেশব্যাপী এ উপলক্ষ্যে আয়োজিত কর্মসূচীর আলোকে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র‌্যালী। “ভোটার হবো, ভোট দিব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী বের হয়ে ক্যান্টনমেন্ট রোড ও বিমানবন্দর রোড প্রদক্ষিণ করে।

র‌্যালীতে অংশ গ্রহণ করেন জেলা নির্বাচন অফিসার মো: ফজলুল করিম, সৈয়দপুর উজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা নির্বাচন অফিসার মো: রবিউল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, বণিক সমিতির সভাপতি ইদ্রিস আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ, উপজেলা নির্বাচন অফিসসহ উপজেলা পরিষদের বিভিন্ন অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং সাধারণ জনগণ।এসময় বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া ও সংবাদপত্রের সংবাদকর্মীরাও উপস্থিত ছিল।

উল্লেখ্য, র‌্যালী নির্বাচন কমিশনার কবিতা খানমের উপস্থিত থাকার কথা থাকলেও তার শ্বাশুড়ী মারা যাওয়ায় তিনি গাইবান্ধায় অবস্থান করার কারণে কর্মসূচীতে অংশগ্রহণ করতে পারেননি। র‌্যালীতে অংশগ্রহণকারীদের উপজেলা নির্বাচন অফিসের সৌজন্যে গেঞ্জি ও ক্যাপ প্রদান এবং র‌্যালী শেষে আপ্যায়ন করানো হয়।

পিবিএ/জেএইচ/হক

আরও পড়ুন...